আলিফ হোসেন, তানোর প্রতিনিধি
রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস সহায়ক (পিয়ন) মোহাম্মদ আরিফ-এর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়। এদিকে এ ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। আরিফের দাবি একটি বিশেষ মহলের মদদে ওই নারী তাকে ফাঁসানোর জন্য তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মিথ্যা অভিযোগ করেছে শুনানিতে তার প্রমাণ মিলেছে। অপরদিকে ভিকটিম নারীর অভিযোগ তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহায়ক (পিয়ন) আরিফের সঙ্গে তার স্বামীর বন্ধুত্বের সম্পর্কের সূত্র ধরে তার বাড়িতে আরিফের যাতায়াত। তিনি বলেন, ঘটনার দিন আরিফ তার স্বামীর সঙ্গে মদ্যপ অবস্থায় তার বাড়িতে যায়। এসময় ভিকটিমের স্বামী প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে ঘরে একা পেয়ে আরিফ তাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে আরিফ দৌড়ে পালিয়ে যায়, তবে আরিফ পালিয়ে গেলেও তার কাছে থাকা অফিসের এক গোছা চাবি ফেলে যায়। ভিকটিম বিষয়টি গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করে ও অফিসের চাবি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়ে আরিফের বিরুদ্ধে অভিযোগ করে বলে জানান। এ ঘটনায় ভিকটিম পরিবার বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশন এবং সালিশ কেন্দ্রের হস্তক্ষেপ কামনা করে নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী বলেন, আরিফ কেনো তাকে টাকা ধার দিবেন, আবার পাওনা টাকা চাওয়ায় তাকে কেনইবা ফাঁসানোর চেষ্টা করা হবে, তবে কি নেপথ্যে অন্যকিছু রয়েছে এই ঘটনা অবশ্যই নিরপেক্ষ তদন্তের দাবি রাখে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চলতি বছরের ৮ আগস্ট মঙ্গলবার উভয়পক্ষকে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শুনানি করা হয়। এদিকে শুনানী শেষে ভিকটিম ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে দাবি করে কাঁদতে কাঁদতে তানোর পৌরসভার সাবেক কাউন্সিলর মুকুলকে নিয়ে উপজেলা চেয়ারম্যানের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেন। এ বিষয়ে জানতে চাইলে আরিফ হোসেন বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার। তিনি বলেন, ওই নারীর স্বামী তার বাল্যবন্ধু সেই সূত্রে তার সঙ্গে তার পরিচয়। তিনি আরো বলেন, ওই নারী তার কাছ থেকে টাকা ধার নিয়েছে এবং সেই টাকা ফেরত দেবার কথা বলে তাকে বাড়িতে ডেকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। তবে হঠাৎ করে তিনি তাকে টাকা ধার দিবেন কেনো এই প্রশ্নের কোনো সদুত্তর না দিয়ে কৌশলে এড়িয়ে গেছেন। এ বিষয়ে জানতে চাইলে ভিকটিম নারী বলেন, কোনো মেয়ে নিজের ইজ্জতের বদনাম হোক সেটা চায় না বা মিথ্যা বলে না। তিনি বলেন, আরিফের অপরাধের সব ডকুমেন্ট তার কাছে রয়েছে। তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত চেয়ে জাতীয় মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোনে কল গ্রহণ না করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতোর কোনো বক্তব্য পাওয়া যায়নি।