তানোর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর তানোর পৌরসভার বিসিআইসির সার ডিলার মোহাম্মদ আলী বাবুর বিরুদ্ধে বরাদ্দের সার পাচারের অভিযোগ উঠেছে। কৃষকদের অভিযোগ, কৃষি বিভাগের কতিপয় কর্মকর্তার যোগসাজেশে ডিলার বাবু তানোর পৌর এলাকায় সার সংকট সৃষ্টি করে অধিক মুনাফার আশায় দীর্ঘদিন ধরে চোরাপথে মোহনপুর উপজেলার কেশরহাট, গোছা, ধুরইলসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। স্থানীয় কৃষকেরা বাবুর বিসিআইসির ডিলারশীপ বাতিলের দাবি করে বলেন, বাবু ডিলার চোরাপথে সার বিক্রি এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশী দামে সার বিক্রি করেন। জানা গেছে, গতকাল ৩১ ডিসেম্বর শুক্রবার দুপুরে তানোরের সীমান্ত সংলগ্ন কামারগাঁ-কেশরহাট রাস্তায় বড়াল মাঠে কৃষকেরা টিএসপি ও ইউরিয়াসহ কয়েক ভুটভুটি সার আটক করে উপজেলা কৃষি কর্মকর্তাকে অবগত করেন। কিন্তু রহস্যজনক কারণে কৃষি বিভাগ কোনো সহযোগীতা না করে এড়িয়ে যায়, এতে কৃষকেরা বাধ্য হয়ে আটক সার ছেড়ে দেন। ভুটভুটি চালক মাইনুল ইসলাস জানান, তানোরের তালন্দ বাজারের সার ডিলার বাবুর দোকান থেকে এসব সার মোহনপুর উপজেলার কেশরহাটে বিএডিসির ডিলার আজিজুলের দোকানে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি বলেন, আজ নতুন নয় অনেকদিন থেকেই এভাবে সার আনানেয়া হয়, এটা কৃষি অফিসের লোকজন জানেন। প্রসঙ্গত, সার বিপণন নীতিমালায় বলা আছে, এক এলাকার বরাদ্দের সার অন্য এলাকায় বিক্রির কোনো সুযোগ নাই। এবিষয়ে জানতে চাইলে তানোর উপজেলা সার ডিলার সমিতির সভাপতি ও বিসিআইসির ডিলার মোহাম্মাদ আলী বাবু জানান, এসব সামান্য বিষয়। তার সারের প্রয়োজন ছিল দেওয়া হয়েছে। আমাদেরও প্রয়োজন হলে নেওয়া হয়। আপনি অন্য উপজেলায় সার বিক্রি করতে পারেন কিনা জানতে চাইলে তিনি এড়িয়ে যান। এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অন্য এলাকায় সার বিক্রির সুযোগ নাই, তবে এসব নিয়ে খবর করার দরকার নাই, আগে আপনারা প্রমানসহ অভিযোগ দেন ব্যবস্থা নেওয়া হবে।