তানোর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপের কমান্ড এরিয়ায় অবৈধ মটরে বিদ্যুৎ সংযোগ দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত ৮ নভেম্বর গভীর নলকূপ অপারেটর বিজেন কর্মকার বাদি হয়ে অবৈধ মটরের সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে প্রকাশ, কৃষি মন্ত্রণালয় ও সেচ নীতিমালা লঙ্ঘন করে জেল নম্বর ৮৫ ও ৮৮ নম্বর দাগে অবস্থিত গভীর নলকূপ কমান্ড এরিয়ায় ৫ হর্স পাওয়ারের অবৈধ মটর স্থাপন ও বিদ্যুৎ সংযোগ নিয়ে সেচ বাণিজ্য করছে তানোর হিন্দুপাড়া গ্রামের বাসিন্দা লুৎফর রহমানের পুত্র গোলাম রাব্বানী। এদিকে একবার এই অবৈধ মটরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও রহস্যজনক কারণে পরের দিনেই গোপণে ফের সংযোগ দেয়া হয়েছে। ফলে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা না হলে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ বা খুন-জখমের মতো অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে বলে কৃষকরা জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, তানোর হিন্দুপাড়া গ্রামের বাসিন্দা বিএনপি মতাদর্শী প্রভাবশালী লুৎফর রহমানের পুত্র পল্লী বিদ্যুতের কথিত কর্মচারী গোলাম রাব্বানী ওরফে লেলিন দুবইল মাঠে অবৈধভাবে ৫ হর্স পাওয়ারের মটর স্থাপন করে, পল্লী বিদ্যুতের কতিপয় কর্মকর্তাকে বড় অঙ্কের আর্থিক সুবিধা নিয়ে ওই অবৈধ মটরে বিদ্যুৎ সংযোগ দিয়েছে। এদিকে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও পুনঃরায় সংযোগের ঘটনায় ডিজিএম-এজিএম ও পরিদর্শক ত্রিমুখী দন্দে জড়িয়ে পড়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এবিষয়ে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী বলেন, অবৈধ মটরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে পল্লী বিদ্যুৎকে লিখিতভাবে বলা হয়েছে। এবিষয়ে জানতে চাইলে তানোর পল্লী বিদ্যুৎ কর্মকর্তা (এজিএম) এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এসব ডিজিএম সাহেব বলতে পারবেন। এক বার সংযোগ বিচ্ছিন্ন করে আবার কেনো সংযোগ দিলেন এই প্রশ্নের কোনো সদোত্তর না দিয়ে এড়িয়ে গেছেন। এবিষয়ে গোলাম রাব্বানী লেলিন বলেন, মুরগী খামার করে ব্যবসা হচ্ছে না, তাই জমিতে সেচ দিচ্ছি। তবে মটর স্থাপনে অনুমতি নিয়েছেন কি না সেই প্রশ্নের কোনো সদোত্তর না দিয়ে কৌশলে এড়িয়ে গেছেন।