কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন তিন বিদেশি ফ্যাফ ডু প্লেসি, মঈন আলি আর সুনিল নারিন। বিপিএলে প্রথম খেলতে নেমে এমন তিনজন বিশ্ব তারকাকে সতীর্থ হিসেবে পেয়েছেন মাহমুদুল হাসান জয়।
বিশ্ব ক্রিকেটের ওই তিন নামি ও বড় তারার সঙ্গে ২১ বছরের জয়ের কোনো কথাবার্তা হয়েছে কি? জয় কি তাদের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করছেন? উত্তর অবশ্যই-হ্যাঁ। এমন সুযোগ হাতছাড়া করেন কী করে!
মঈন আলির কাছ থেকে ব্যাটিংয়ের টেকনিক্যাল দিকগুলো জেনে নিয়েছেন জয়। সামনে আছে আবার জাতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর, তাই সাবেক প্রোটিয়া অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিসের সঙ্গে এই সফর নিয়েও অনেক কথা বলেছেন জয়।
জাতীয় দলের এই তরুণ ওপেনার বলেন, ‘আমাদের দলে অনেক বড় খেলোয়াড় আছেন। তাদের কাছ থেকে আমি শেখার চেষ্টা করছি। শিখতে পেরেছি। মঈন ভাইয়ের (মঈন আলি) সাথে অনেক কথা হয়েছে। টেকনিক্যাল ব্যাপারে কথা হয়েছে। ফ্যাফ ডু প্লেসির সঙ্গে কথা বলেছি। আমাদের পরের সিরিজ দক্ষিণ আফ্রিকায়। সেখানকার কন্ডিশন, উইকেট এসব সম্পর্কে ধারণা নিয়েছি।’
কুমিল্লার হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিন আর উপদেষ্টা কোচ স্টিভ রোডসের সঙ্গে কাজ করতে পেরেও ভীষণ খুশি জয়। তিনি বলেন, ‘সালাউদ্দিন স্যারের কাছ থেকে শেখার চেষ্টা করছি। স্টিভ রোডস আমাকে কিছু টিপস দিয়েছেন। বলেছেন সাদা বলে কন্টিনিউ করতে। সালাউদ্দিন স্যার আর স্টিভ রোডসের কাছ থেকে টেকনিক শেখার চেষ্টা করেছি। তারা যখন থাকবে না, তখন যাতে আমি চালিয়ে যেতে পারি, সে ধারণাও দিয়েছেন।’