ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : গতকাল সোমবার দিনব্যাপী ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় একদিনের কৃষক প্রশিক্ষণ ও বিনামূল্যে আমের চারা বিতরণ করা হয়েছে। উক্ত প্রশিক্ষণ সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে
আমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক মিজান মাহমুদ, মাধব চন্দ্র সানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়ালিদ হোসেন ও আরাফত জামিল প্রমুখ। এসময় ৩০ জন কৃষক-কৃষাণীদের একটি করে আমের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।
উল্লেখ্য, খুলনা কৃষি অঞ্চলের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার কৃষিতে জলবায়ু পরিবর্তনের বেশ ঝুঁকি রয়েছে। নড়াইলে এই ঝুঁকি সেভাবে না থাকলেও এ জেলার কৃষকেরা আধুনিক কৃষিতে পিছিয়ে পড়ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উচ্চ তাপমাত্রা, ঝড়, জলোচ্ছ্বাসের কারণে এ অঞ্চলের ফসলের জমিতে লবণাক্ত
পানির অনুপ্রবেশ ঘটে, শুষ্ক মৌসুমে মিষ্টি পানির অভাব দেখা দেয়, শীতকাল থাকে কম সময়, মাটিতে বেশিদিন জো ধরে রাখা যায় না। এসব কারণে রবি ও খরিপ মৌসুমে এ অঞ্চলের মোট ৫ লক্ষ ৫৪ হাজার হেক্টর চাষযোগ্য জমির মধ্যে প্রায় ১৯ হাজার হেক্টর জমি সাময়িক পতিত ও ৬৬ হাজার হেক্টর স্থায়ী পতিত জমি সম্পূর্ণ বা আংশিক অনাবাদী থাকে। এসব দিক বিবেচনা করে লাগসই কৃষি প্রযুক্তি, উত্তম পানি ও মাটি ব্যবস্থাপনা, স্থানীয় ও জলবায়ুর অভিঘাত সহনশীল ফসল ও ফসলের জাত চাষের মাধ্যমে এ অঞ্চলের ফসলের উৎপাদন ও উৎপাদনশীলতা বাড়ানো হবে এবং পতিত ও আংশিক অনাবাদী জমিকে চাষের আওতায় এনে ফসলের নিবিড়তা বৃদ্ধি করা হবে। স্বল্প জীবনকাল বিশিষ্ট সরিষার জাত, যেমন- বারি সরিষা ৯ (জীবনকাল ৮০-৮৫ দিন), বারি সরিষা ১৪ (জীবনকাল ৭৫-৮০ দিন), বারি সরিষা ১৫ (জীবনকাল ৮০-৮৫ দিন) নির্বাচন করা যেতে পারে। বারি সরিষা-১৬ জাতটি খরা ও লবণাক্ততা সহনশীল, কিন্তু জীবনকাল বেশি (জীবনকাল ১০৫-১১৫ দিন)। সাথী ফসল হিসেবে সরিষার চাষ
করতে হলে অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে প্রতি বিঘায় প্রায় ১ কেজি বীজ বুনতে হয়। সরিষার জন্য হেক্টর প্রতি সারের মাত্রা হলো ইউরিয়া ২০০ কেজি, টিএসপি ১৫০ কেজি, এমওপি ৭০ কেজি, জিপসাম ১২০ কেজি ও জিংক সালফেট বা দস্তা ৫ কেজি। ফুল আসার আগে ও ফল গঠনের সময় প্রয়োজনে দুইবার সেচ দিতে হয়। মাঝারি নিচু থেকে মাঝারি উঁচু জমি এ ধরনের চাষের উপযুক্ত। সাতক্ষীরা, খুলনার ডুমুরিয়া ও দাকোপ এবং বাগেরহাট জেলার জন্য এ প্রযুক্তি প্রযোজ্য।
এ প্রযুক্তি অনুসরণ করে চারটি ফসলভিত্তিক ফসল বিন্যাস গড়ে তোলারও সুযোগ রয়েছে। এই ফসল বিন্যাস অবলম্বন করে কৃষক অধিক ফলন পেয়ে আর্থিকভাবে
লাভবান হবে। এছাড়া মৃত্তিকার উর্বরা শক্তি বৃদ্ধি, ভূগর্ভস্থ পানির সংরক্ষণ ও স্বাস্থ্য সুরক্ষায় এই ফসল বিন্যাস যথেষ্ট অবদান রাখবে।