মাজহারুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় উপজেলা ছাত্রদলের কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় এবং দলকে সু-সংগঠিত করার লক্ষ্যে উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার বিকেলে নীলফামারী জেলা ছাত্রদল কার্যালয়ে আগামী ২ মাসের জন্য ডিমলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। জেলা ছাত্রদলের সভাপতি সালেকিন আহম্মেদ সজীব ও সাধারন সম্পাদক মারুফ পারভেজ প্রিন্স স্বাক্ষরিত কমিটিতে উপজেলা ছাত্রদলের শামিম আহম্মেদকে আহ্বায়ক ও হালিমুল ইসলাম রাসেলকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।