বান্দরবান প্রতিনিধি
ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন বান্দরবান জেলা কমিটি’র সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) সকালে শহরের একটি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন বান্দরবান জেলা কমিটি’র আলহাজ¦ কাজী মো: নাসিরুল আলমকে সভাপতি, মুহাম্মাদ আলী (সাংবাদিক) কে সাধারণ সম্পাদক, রেজাউল করিম চৌধুরী ও মো: সাহাব উদ্দীনকে সহ-সভাপতি করে ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সভায় বক্তারা বলেন, আমরা মানুষের কল্যাণে কাজ করে মানুষের ন্যায্য অধিকার আদায়ে সাধারণ মানুষের পাশে দাড়িয়ে তাদের সহযোগিতায় ও অধিকার আদায়ে কাজ করে যাবো। বর্তমান এই মানবাধিকার ফাউন্ডেশন বান্দরবানে আরো বেশী সামাজিকভাবে কাজ করে অধিকার হারা মানুষের জন্য কাজ করে যাবে। বক্তারা আরো বলেন- ডিজিটাল মানবাধিকার ফাউন্ডেশন বান্দরবান জেলা কমিটি আরো ব্যাপক হারে সামাজিক ও সেবামূলক এবং অধিকার আদায়ে কাজ করে যাবে বলে মনে করেন বক্তারা।