জে.এম.মারুফ আবদুল্লাহ, বরিশাল প্রতিনিধি : ডিগ্রী পরীক্ষার কেন্দ্র পুনর্বহালের দাবীতে বরিশালের বাকেরগঞ্জে কাকরধা হেলাল উদ্দিন আহমেদ ডিগ্রী কলেজের ছাত্র-ছাত্রীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
গতকাল বুধবার বেলা ১১টায় কাকরধা হেলাল উদ্দিন আহমেদ ডিগ্রী কলেজ মাঠে ডিগ্রী প্রথম বর্ষ ও সাধারণ ছাত্র-ছাত্রীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন কর্মসূচিতে আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের পক্ষে ডিগ্রী প্রথম বর্ষের শিক্ষার্থী তানজিলা আক্তার ও চয়ন কুমার পাইক বলেন, উপজেলার দুর্গাপাশা ও ফরিদপুর ইউনিয়নের একমাত্র কলেজ কাকরধা হেলাল উদ্দিন আহমেদ ডিগ্রী কলেজটিতে সুনামের সহিত দীর্ঘদিন ধরেই পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। অজ্ঞাত কারণে হঠাৎ করেই কাকরধা হেলাল উদ্দিন আহমেদ ডিগ্রী কলেজের কেন্দ্রটি পরিবর্তন করে প্রায় ১৫ কিলোমিটার দূরে দাঁড়িয়াল ইউনিয়নের কামারখালী কলেজে নেয়া হয়েছে। কামারখালী কারখানা নদী পাড় হয়ে যেতে হয়। যে কারণে অর্থ ও সময় ব্যয় হয়। এতে করে অত্র কলেজের ছাত্র-ছাত্রীদের ডিগ্রী পরীক্ষা দেয়ায় ব্যাঘাত সৃষ্টি হয়েছে। তাই অবিলম্বে ডিগ্রী পরীক্ষার কেন্দ্র কাকরধায় পুনর্বহালের দাবী জানাই।
অন্যথায় তারা বৃহত্তর আন্দোলন সংগ্রামের হুমকি দেয়।
ডিগ্রী পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবির সাথে একাগ্রতা জানিয়ে কলেজের সহকারী অধ্যাপক ছাকিউর রহমান সাকির তার বক্তব্যে বলেন, দুর্গাপাশা ও ফরিদপুর ইউনিয়ন দুটি নদীবেষ্টিত একটি দ্বীপ। উত্তরে তেঁতুলিয়া নদী, দক্ষিণে কারখানা নদী, পূর্বদিকে ধুলিয়া নদী আর আর পশ্চিমে রামনাবাদ নদী। নদীবেষ্টিত কাকরধা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে কামারখালী কলেজে বর্তমানে ডিগ্রী পরীক্ষার কেন্দ্র দেওয়া হয়েছে। ওই কেন্দ্রে যাতায়াতের রাস্তা খারাপ এবং মাঝখানে খরস্রোতা কারখানা নদী থাকায় ঝুঁকিপূর্ণ। এছাড়া ডিগ্রী পর্যায়ের বেশিরভাগ মেয়েরা বিবাহিত ও প্রেগনেন্ট থাকার কারণে এত দূরে যাওয়া তাদের পক্ষে প্রায় অসম্ভব। তাই তিনি অবিলম্বে পূর্বের ডিগ্রী পরীক্ষা কেন্দ্র কাকরধা বা তার পাশের কোন প্রতিষ্ঠানে পরীক্ষা কেন্দ্র পুনর্বহাল করে ডিগ্রী পরীক্ষা নেয়ার দাবি জানান।