ঠাকুরগাঁও প্রতিনিধি:- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলাকে বিনির্মাণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১৭ আগস্ট) সন্ধ্যায় পীরগঞ্জ প্রেস ক্লাব হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুলের সঞ্চালনায় ও প্রবীণ সাংবাদিক মেহের এলাহীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সমন্বয়ক সোহানুর ইসলাম সোহান, সমন্বয়ক আবু সালেহ সিহাব, সমন্বয়ক লাহুল গালিব, সমন্বয়ক তারেক রহমান, সমন্বয়ক সানজিদ ইসলাম, সমন্বয়ক জাহিদুল ইসলাম রাব্বি ও মিঠু ইসলামসহ আরও অনেকে।সভায় পীরগঞ্জ উপজেলার সমস্যা, সম্ভাবনা, সমাধান ও ছাত্র বিপ্লবের চলমান সংকট বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, নশরতে খোদা রানা,কোষাধক্ষ্য দেলোয়ার হোসেন দুলালসহ সভাপতি বুলবুল আহমেদ,সাংবাদিক মনসুর আহাম্মেদ,বাদল হোসেন, নূরনবী রানা , মোকাদ্দেস হায়াত মিলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ও উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।