শনিবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পর সপ্তাহখানেকও বিরতি মিলছে না। শুক্রবার (১১ মার্চ) রাতেই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা।
আগামী ১৮ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ মাঠে গড়াবে ৩০ মার্চ থেকে। তবে প্রায়ই একসঙ্গেই দক্ষিণ আফ্রিকায় চলে যাবে বাংলাদেশের ওয়ানডে ও টেস্ট দল।
সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গে যখন চলবে ওয়ানডে সিরিজ, তখন কেপটাউনে গ্যারি কারস্টেনের অ্যাকাডেমিতে হবে টেস্ট দলের দশ দিনের বিশেষ ক্যাম্প। যেখানে অন্তত তিনদিন সময় দেবেন খোদ গ্যারি কারস্টেনও।
আর এই দশ দিনের ক্যাম্পের জন্য টেস্ট স্কোয়াডের বাইরে থাকা তিন-চারজন ক্রিকেটারকে নিয়ে যাওয়ার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে শোনা যাচ্ছে মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ নাইম শেখ, রেজাউর রহমান রাজাদের কথা।
বিসিবিরি ভাবনা হলো, সাম্প্রতিক সময়ে জাতীয় দলের আশপাশে থাকা কয়েকজন ক্রিকেটার যারা অদূর ভবিষ্যতেই হয়তো জাতীয় দলে খেলবেন, তাদেরকে কারস্টেনের অ্যাকাডেমিতে অনুশীলনের সুযোগ করে দেওয়া। যাতে নিজেদের খেলা নিয়ে কাজ করতে পারেন তারা।
তবে এখনও কিছু চূড়ান্ত নয়। কেননা আগামী ১৫ মার্চ থেকে শুরু হতে চলেছে ঢাকা প্রিমিয়ার লিগের খেলা। জাতীয় দলের স্কোয়াডে না থাকা খেলোয়াড়দের শুধুমাত্র ক্যাম্পের জন্য ছাড়বে কি না ক্লাবগুলো, সেটিও বড় প্রশ্ন।
এই সংশয় মিটে গেলেই হয়তো আনুষ্ঠানিকভাবে জানা যাবে কারা জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা যাবেন টেস্ট দলের সঙ্গে কারস্টেনের অ্যাকাডেমিতে হতে যাওয়া ক্যাম্পের জন্য।
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলি রাব্বি, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ।
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড
মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম, কাজী নুরুল হাসান সোহান।