ক্রীড়া ডেস্ক
আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপে আবারো নিয়মে পরিবর্তন এনেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। নতুন নিয়মে প্রতি ম্যাচ জিতলে বিজয়ী দল পাবে ১২ পয়েন্ট। আর ম্যাচ করার ফলে মিলবে ৪। অন্যদিকে দু’দলের মধ্যেকার কোনো ম্যাচ টাই হলে উভয়দলই পাবে ৬ করে পয়েন্ট। আগের নিয়মে প্রতিটা সিরিজের জন্য পয়েন্ট ছিল ১২০। ফলে পাঁচ ম্যাচের সিরিজ হলে প্রতি ম্যাচে ২৪ এবং দুই ম্যাচের সিরিজের সেটা দাঁড়ায় ৬০ পয়েন্টে। এবার আর সেটা থাকছে না। যত ম্যাচের সিরিজই হোক না কেন, প্রতিম্যাচে পয়েন্ট সংখ্যা থাকবে ১২ করে। টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম পরিবর্তন বিষয়ে কথা বলতে গিয়ে আইসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস জানিয়েছেন, গত বছরের পয়েন্ট পদ্ধতি বদলানোর পরামর্শ পেয়েছি আমরা। আইসিসির ক্রিকেট কমিটি এ ব্যাপারে বিবেচনা করার পর নতুন একটি আদর্শ পয়েন্ট পদ্ধতি প্রস্তাব করেছে প্রতিটি ম্যাচের জন্য। এক্ষেত্রে মূলনীতিটা হলো টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রতিটি ম্যাচ যাতে গণনায় আসে, একইসঙ্গে বিভিন্ন দৈর্ঘ্যের সিরিজও যাতে বিবেচনায় আসে। গত আসরের মতো এবারও টেস্ট চ্যাম্পিয়নশিপে ৯টি দল খেলার সুযোগ পাবে। শেষ আসরে কোনো ম্যাচে জয় পায়নি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের একটি ড্র করে ২০ পয়েন্ট প্রাপ্তি ছিল মুশফিক-তামিমদের। ৪ দশমিক ৮ শতাংশ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে ছিল বাংলাদেশ।