নিজস্ব প্রতিবেদক
জুলাই মাস থেকে টিসিবির কার্ডধারীরা নিয়মিত পণ্যের পাশাপাশি ৫ কেজি করে ওএমএসের চাল পাবেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন। রোববার সচিবালয়ে চলমান বোরো সংগ্রহ ও মজুদ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন খাদ্যমন্ত্রী। এসময় তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন গরিব মানুষজন এক লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য এবং আরেক লাইনে দাঁড়িয়ে চাল সংগ্রহ করবে কেন? একই লাইনে দাঁড়িয়ে চাল ও অন্যান্য পণ্য সংগ্রহ করার ব্যবস্থা করা যায় কিনা? পরে খাদ্য মন্ত্রণালয় নিয়মিত ওএমএসের বরাদ্দ থেকে মাসে ৫ কেজি করে চাল টিসিবির বিতরণ কার্যক্রমে হস্তান্তর করেছে। টিসিবির গ্রাহকরা প্রতিকেজি ৩০ টাকা দরে মাসে একবার চাল পাবেন বলে জানান খাদ্যমন্ত্রী।
খাদ্যমন্ত্রী জানান, টিসিবি কার্ডের মত ওএমএস কার্ড চালু করা হবে। বর্তমানে পরিচয়পত্র জমা দিয়ে সপ্তাহে একবারের জন্য ওএমএসের পণ্য সংগ্রহ করতে পারছেন নিম্নআয়ের মানুষ। খাদ্যমন্ত্রী বলেন, আমরা সারাদেশে এলাকাভিত্তিক মাইকিং করছি। যাদের ওএমএসের পণ্য প্রয়োজন, তারা এনআইডি কার্ড জমা দিচ্ছেন। সেখান থেকে একটি পরিবারের একজনকে বেছে নিয়ে বাকি কার্ড ফেরত দেওয়া হচ্ছে। এতে করে একই পরিবারের একাধিক ব্যক্তি ওএমএসের পণ্য সংগ্রহ করার সুযোগ থাকছে না।
ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে ওএমএস এর পণ্য সরবরাহ শুরু হয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, “আগামী তিন-চার মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। একজন কার্ডধারী বিধি অনুযায়ী সপ্তাহে ৫ কেজি করে চাল ও ৫ কেজি করে আটা পাবেন। যাদের প্রয়োজন তারাই কেবল পাবেন।
চলমান বোরো সংগ্রহ কার্যক্রম খুব ভালোভাবে এগোচ্ছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ৩০ জুন অর্থবছর শেষে ১৪ লাখ টন খাদ্য মজুদের লক্ষ্যমাত্রা ছিল। সেখানে মজুদের পরিমাণ ১৯ লাখ টন ছাড়িয়ে যাবে বলে ধারণা হচ্ছে।