টাঙ্গাইল প্রতিনিধি : ভ্রাম্যমাণ আদালতে টাঙ্গাইলের সখিপুরে শিশুদের বিভিন্ন কোমলপানিয় উৎপাদনের একটি অবৈধ কারখানায় র্যাবের অভিযানে সিলগালা ও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। ১৯ জুন সোমবার বিকেল ৮ টায় উপজেলার কচুয়া পশ্চিমপাড়া আলামিন এগ্রো ফুড এন্ড কেমিক্যাল ফ্যাক্টরী নামের এ কারখানায় র্যাব-১৪ এবং সখিপুর উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা এবং কারখানা মালিক জমির উদ্দিনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুঞ্জরুল মোর্শেদ এ আদালত পরিচালনা করেন। এসময় র্যাব ১৪ টাঙ্গাইল সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের পিপিএমসহ ২৫ সদস্যের একটি দল উপস্থিত ছিলেন।
অভিযানকালে ওই কারখানায় উৎপাদিত রসালো ড্রিংস, রসালো লাচ্ছি, ম্যাংগো ড্রিংকস, তেঁতুলের আচার, ললিপপ,ডিন চানাচুর,লিচুর ড্রিংকসসহ ২০ ধরনের উৎপাদিত পন্য উদ্ধার ও জব্দ করা হয়। চার ঘন্টা অভিযান শেষে রাত ৮ দিকে পৌরসভার ৪ নং ওয়ার্ডের এক জঙ্গল এলাকায় নিয়ে শিশুদের কোমল পানিয় ওইসব পন্য ধ্বংস করা হয়।