স্পোর্টস ডেস্ক
জাতীয় দলের বাইরে থাকা সম্ভাবনাময় ও টি-টোয়েন্টি দলে না থাকা ক্রিকেটারদের নিয়ে শুরু হচ্ছে এবারের বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প। নিকট ভবিষ্যতে ওয়ানডে ও টেস্টে কোনো খেলা না থাকায় অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজকেও রাখা হয়েছে টাইগার্সের এবারের ক্যাম্পে। চোটের কারণে, ফর্ম হারিয়ে কিংবা কেবল এক সংস্করণে খেলা ক্রিকেটাররা যখন জাতীয় দলের বাইরে থাকেন, তখন তাদের দেখভালের জন্য একটা সঠিক ব্যবস্থাপনার চাওয়া পূরণে ২০২২ সাল থেকে চলছে ‘বাংলাদেশ টাইগার্স’ নামের এই ডেভেলপমেন্ট প্রোগ্রাম। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার শুরু হবে বাংলাদেশ টাইগার্সের এবারের কার্যক্রম। জাতীয় দলের নির্বাচকদের বাছাই করা ২১ ক্রিকেটারকে নিয়ে হবে প্রথম পর্যায়। প্রধান কোচ সোহেল ইসলামের তত্ত্বাবধানে আগামী বৃহস্পতিবার পর্যন্ত মিরপুরে ফিটনেস ও স্কিল ট্রেনিংয়ের পাশাপাশি হবে কৌশলগত পরিকল্পনা সাজানোর প্রশিক্ষণ। শুক্রবার তারা যাবেন সিলেট। পরবর্তীতে সিলেটসহ ভিন্ন ভিন্ন ভেন্যুতে চলবে টাইগার্সের কার্যক্রম। ২০২২ সালে প্রথম ধাপের ক্যাম্পে ছিলেন ২৩ ক্রিকেটার। দ্বিতীয় ধাপে নেওয়া হয় ২৯ জন। ২০২৩ সালে ২২ ক্রিকেটারকে নিয়ে শুরু হয় ক্যাম্প। পরবর্তীতে আরও কয়েকজন যোগ দেন। আর এবার শুরু করা হচ্ছে আরও কম ক্রিকেটার নিয়ে। টেস্ট দলের নিয়মিত প্রায় সবাইকেই রাখা হয়েছে এই স্কোয়াডে। মুশফিক, মিরাজ ছাড়াও অভিজ্ঞ মুমিনুল হক, সাদমান ইসলামদের সঙ্গে জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, নুরুল হাসান সোহানরাও আছেন এই ক্যাম্পে। বোলারদের মধ্যে তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ ও নাহিদ রানাকে রাখা হয়েছে স্কোয়াডে। শেষ মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়া মোহাম্মদ সাইফ উদ্দিনকেও নেওয়া হয়েছে এই ক্যাম্পে। নিজেকে ঝালিয়ে নিয়ে পুনরায় জাতীয় দলে ফেরার দাবি তোলার সুযোগ পাচ্ছেন এই পেস বোলিং অলরাউন্ডার। ২১ জনের দলে আন্তর্জাতিক অভিষেক না হওয়া ক্রিকেটার শুধু ৪ জন- মাহিদুল ইসলাম, হাসান মুরাদ, মুশফিক হাসান ও রেজাউর রহমান রাজা। অভিষেক না হলেও ভিন্ন ভিন্ন সময়ে জাতীয় দলের স্কোয়াডে ছিলেন মুরাদ, মুশফিক ও রাজা। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ১৬ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৭ ফিফটিতে টুর্নামেন্টের সর্বোচ্চ ৬৪৭ রান করে টাইগার্স ক্যাম্পে জায়গা পেয়েছেন মাহিদুল। একই লিগে সর্বোচ্চ ৩১ উইকেট নেওয়া আবু হায়দারকেও রাখা হয়েছে স্কোয়াডে।
বাংলাদেশ টাইগার্স: সাদমান ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন, এনামুল হক, মুশফিকুর রহিম, মুমিনুল হক, শাহাদাত হোসেন, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, নাসুম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিক হাসান, নাহিদ রানা, রেজাউর রহমান রাজা, আবু হায়দার।