টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ১২টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা হতে কোনো সহিংসতা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। উপজেলার প্রতিটি ইউনিয়নে ভোট দিতে আশা ভোটারগণ কোনো ঝামেলা ছাড়াই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আনন্দিত। উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ভোট গ্রহণ হয়েছে ১২টি ইউনিয়নে। ১২ ইউনিয়নের মধ্যে ৬টিতে নৌকা প্রতীকের প্রার্থী নির্বাচিত এবং বাকি ৬টিতে সতন্ত্র প্রার্থী নির্বাচিত হন। সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি নৌকা প্রতীকে পুনরায় বিজয়ী হয়েছেন, আউটশাহী ইউনিয়নে সেকান্দর বেপারী সাবেক চেয়ারম্যান নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন, শিমুলিয়া ইউনিয়নে আনিসুর রহমান নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন, দিঘিরপাড় ইউনিয়নে আরিফ হালদার বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতীকে পুনরায় বিজয়ী হয়েছেন, বালিগাঁও ইউনিয়নে হাজী দুলাল হোসেন বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতীকে পুনরায় বিজয়ী হয়েছেন, আব্দুল্লাহপুর ইউনিয়নে আব্দুর রহিম বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতীকে পুনরায় বিজয়ী হয়েছেন, এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন যারা Ñ
যশলং ইউনিয়নে ইসমাঈল হোসেন বাবু আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন,
কামারখাড়া ইউনিয়নে লুৎফর রহমান খুকু আনারস
প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন,
আড়িয়ল ইউনিয়নে আব্দুল কাদির হালদার আনারস
প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন,
বেতকা ইউনিয়নে রোকনুজ্জামান রিগান সিকদার, মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন, ধীপুর ইউনিয়নের আক্তার হোসেন মোল্লা বর্তমান চেয়ারম্যান আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পুনরায় বিজয়ী হয়েছেন, হাসাইল ইউনিয়নে নুরুজ্জামান দেওয়ান মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন।