টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে টঙ্গীবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ জোহর পলাশপুর গ্রামে টঙ্গীবাড়ী থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী জহিরুল ইসলামের বাড়িতে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ধীপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলু, কেন্দ্রীয় তাতিদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান আশিক, মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান মাদবর, আড়িয়ল বালিগাঁও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন, সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সরদার, বিক্রমপুর টঙ্গীবাড়ী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ইকবাল হোসেন, বেতকা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ইউসুফ শিকদার প্রমুখ।