টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার গনাইসার গ্রামে যৌতুকের টাকা দিতে না পারায় গৃহবধূকে স্বামী-দেবর ও ননদ মিলে অমানুষিক নির্যাতন করে রাতভর ঘরে বিনা চিকিৎসায় আটকিয়ে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় টঙ্গীবাড়ী থানায় লিখিত অভিযোগ করেও কোন উপকার পাচ্ছে না ভুক্তভোগি লোপা আক্তার (২৫) নামে এক নারী। লোপা আক্তার জানান- পাঁচ বছর পূর্বে গনাইসার গ্রামের মৃত সিরাজুল চোকদারের ছেলে আনিছ চোকদারের সাথে পারিবারিক ভাবে তার বিবাহ হয়। বিবাহের পর আনিছ মালয়েশিয়া চলে যায়। সেখানে থেকে বিভিন্ন সময় যৌতুকের জন্য তার ছোট ভাই রাসেল চোকদার (৩০) ও ছোট বোন রিতা (৩৫) কে দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করান। পরে আনিছ দেশে ফিরে আমাকে আমার বাবার বাড়ি থেকে দুই লক্ষ টাকা যৌতুক আনতে বলে। আমি আনতে পারবো না বললে, সে ও তার ছোট ভাই রাসেল, বোন রিতা সহ আমাকে মারধর করে আমার মাথা ফাটিয়ে ফেলে এবং আমার গর্ভে থাকা তিন মাসের সন্তান লাথি মেরে নষ্ট করে ফেলে। পরে আমার চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আমার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় চিকিৎসকরা আমাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করেন। এ বিষয়ে টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ মোল্লা সোয়েব আলী জানান- অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।