টঙ্গীবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
টঙ্গীবাড়ী-রহিমগঞ্জ ভায়া সড়কের বিভিন্নস্থানে বৃষ্টির পানির তোড়ে ভেঙে গেছে । এ অবস্থায় ব্যস্ত সড়কটি দিয়ে রাত-দিন ঝুঁকি নিয়ে চলাচল করছে শতশত যানবাহন। জানা গেছে, সড়কের পাশে মসজিদের পুকুরের পানি কমে যাওয়ায় সড়কের একাংশ ধ্বসে পড়ে। যার ফলে গভীর খাদের সৃষ্টি হয়েছে। দূর্ঘটনা এড়াতে সড়কের ভাঙা স্থানে স্থানীয়রা বাঁশ পুঁতে বাধ দেয়ার চেষ্টা করেছিল। কিন্তু সড়কের পাশে গভীর পুকুর থাকায় বাশঁ ও ধ্বসে পড়েছে। রাতের অন্ধকারে অটো-মিশুক-বাইসাইকেল আরোহীসহ অনেকেই গর্তে পড়ে আহত হচ্ছে। গতকাল শনিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কের মাটি সরে গিয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে গেছে । যে কোনো সময় বড় দূর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এলাকাবাসীর দাবি দ্রুত সময়ের মধ্যে এই সড়কটি মেরামত করে গাড়ি চলাচলের উপযোগী করে তোলা। স্থানীয় বাসিন্দা আলমগীর জানান, সড়কটির একপাশ ধ্বসে পড়ায় যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। প্রতিনিয়ত দূর্ঘটনার কবলে পড়ছে সাধারণ মানুষ। তাই সড়কটি মেরামত করা প্রয়োজন। দ্রুত সময়ের মধ্যে সড়কটির ধ্বসে যাওয়া অংশ গাইড দেয়াল দিয়ে সংস্কার করে যানবাহন চলাচলের উপযোগী করা দরকার। সংস্কার করায় বিলম্ব হলে বড় ধরনের দূর্ঘটনার কবলে পড়তে পারে সাধারণ মানুষ। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম জানান, ধ্বসে যাওয়া সড়কটি সংস্কার করা হবে।