নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভালনারেবল উইমেন বেনিফিট (VWB) কর্মসূচির আওতায় ২০২৩-২০২৪ চক্রের উপকারভোগী মহিলাদের জীবন দক্ষতা ও আয়বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সকাল ১০টায় উপজেলার সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসলাম হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার। সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন লিটন মাঝির সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি সচিব গোলাম মোস্তফা, ইউপি সদস্য আঃ মজিদ হাওলাদার, ইউপি সদস্য আমিন খান, ইউপি সদস্য আঃ সালাম সরদারসহ স্থানীয় ইউপি সদস্যবৃন্দ ও উপকারভোগী মহিলাগণ।