টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:- মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার উপজেলার পরিষদ মাঠে ৩১ বার তোপধ্বনির দিয়ে দিবসের শুভসূচনা করা হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, উপজেলা কৃষি অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, টঙ্গীবাড়ী থানা, ফায়ার সার্ভিস, টঙ্গীবাড়ী প্রেসক্লাব, উপজেলা যুবদল, জাসস, সেচ্ছাসেবকদল, কৃষকদল, ছাত্রদল, বিভিন্ন সরকারি কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়, এনজিওসহ বিভিন্ন দপ্তর। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় পতাকা উত্তোলন, সুনীল আকাশে শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান। এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু, উপজেলা বিএনপি সভাপতি আলী আজগর রিপন মল্লিক, সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন, বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গীবাড়ী উপজেলা শাখার আমীর মাওলানা আবদুল বাঢ়ী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রণয় মান্না, কৃষি কর্মকর্তা জয়নুল আলম তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ হুমায়ন, ধীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি উপজেলা সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন মোল্লা, টঙ্গীবাড়ী প্রেসক্লাব সভাপতি এড. জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদল সভাপতি আনিছুর রহমান, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, উপজেলা জাসস সাধারণ সম্পাদক সুমন চোকদার, সাংবাদিক সামসুদ্দিন তুহিন, কাদির খান, হোসেন হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদের সংবর্ধনা দেয়া হয়।