নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প পরিচালনা করা হয়েছে। মনুষত্ব ফাউন্ডেশনের উদ্যোগে এবং আউটশাহী উন্নয়ন ক্লাবের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চাঁদের বাজারস্থ আউটশাহী উন্নয়ন ক্লাব কার্যালয়ের সামনে পরিচালিত এ ক্যাম্পে বিনামূল্যে ১০০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আউটশাহী উন্নয়ন ক্লাবের সভাপতি মোহাম্মদ হামজাদ ঢালী, সাধারণ সম্পাদক আরাফাত মুন্না, মনুষত্ব ফাউন্ডেশনের উদ্যোক্তা কাওসার হোসেন মুন্না ও মোঃ ওয়াহিদুল ইসলাম ঢালী, আউটশাহী উন্নয়ন ক্লাবের সহ-সভাপতি সাদ্দাম হাওলাদার, অর্থ সম্পাদক মাহাবুব আলম ফয়সাল, দফতর সম্পাদক দিদার খান, প্রচার সম্পাদক কাওসার ঢালী ও সদস্য আবদুর রহমান হিরু প্রমুখ।