নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও বাজারে দ্বিতীয় দিনের মতো উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাম্মৎ হাসিনা আক্তার এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২টায় বালিগাঁও বাজারের বিসমিল্লাহ প্লাজায় অবস্থিত সেবা আই কেয়ার এন্ড প্যাথলজিকে ভোক্তা সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৯ ও ৫২ ধারায় দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির লাইসেন্স নেই, পরিবেশ ছাড়পত্র নেই, নির্দিষ্ট কোন ডাক্তার নেই, এক্সরে রুম অপরিচ্ছন্ন ও নোংরা, কোন মূল্য তালিকা নেই, ল্যাব টেকনেশিয়ান না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে এ দন্ড প্রদান করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাম্মৎ হাসিনা আক্তার। জরিমানার টাকা দিতে না পারায় প্রতিষ্ঠানের দুই কর্মচারী তাজদিদুর রহমান ও সজিব বিশ্বাসকে আটক করা হয়েছে। এছাড়াও বালিগাঁও বাজারে ডাক্তার না হয়েও রোগী দেখার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারায় হেদায়েতুল ইসলাম লাভলু নামে অপর একজনকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সেখানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা নিরাপদ চিকিৎসা চাই এর সভাপতি মোঃ মনির হোসেন।