টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নে বেস্ট ফ্রেন্ডস ফাউন্ডেশনের উদ্যোগে ১৩৫টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলার আড়িয়ল ইউনিয়নে অসহায় দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শাহরিয়ার রাকিব, কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, মোঃ সোহেল, মোঃ নাজমুল, মোঃ শরীফ, মোঃ আবিরসহ আরো অনেকেই। এসময় সংগঠনের সভাপতি মোঃ সোহাগ সরদার মুঠোফোনে জানান, আমাদের বেস্ট ফ্রেন্ডস ফাউন্ডেশনের উদ্যোগে সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড এবং সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতার হাত সবসময় অব্যাহত থাকবে। খাদ্য বিতরণের প্রতিটি ব্যাগে ছিল ১ কেজি চিনি, ১ কেজি মসুর ডাল, ১ কেজি অ্যাংকর ডাল, ১ কেজি সয়াবিন তেল, ১ লিটার সরিষার তেল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি খেজুর, ১ কেজি ছোলা, ১ কেজি মুড়ি, ১ কেজি বেসন, ট্যাং এবং ইসবগুলের ভুষি।
সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ শাহরিয়ার রাকিব বলেন, বেস্ট ফ্রেন্ডস ফাউন্ডেশনের পক্ষ থেকে এবার নিয়ে আমরা ষষ্ঠবার খাদ্যসামগ্রী বিতরণ করেছি। আমাদের উদ্দেশ্য বেস্ট ফ্রেন্ডস ফাউন্ডেশন ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের উদ্যোগ গ্রহণ করবে, যাতে সমাজের আরও বেশি মানুষের পাশে দাঁড়ানো যায়।