নিজস্ব প্রতিবেদক
“ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা” – এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও অলোচনা সভা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শহিদুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- ক্যাবের সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, টঙ্গীবাড়ী থানা তদন্ত অফিসার মোঃ শফিউদ্দিন, সোনারং-টঙ্গীবাড়ী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি, কামারখাড়া ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান খুকু, আড়িয়ল ইউপি চেয়ারম্যান কাদির হাওলাদার, মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা, মাধ্যমিক কর্মকর্তা খালেদা পারভীন, সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মুখলেছুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, আইসিটি সহকারী প্রোগ্রামার জাকিয়া সুলতানা, ইন্সট্রাক্টর ইউ আর সি ইয়াসমীন সুলতানা, স্যানেটারী ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম, বন কর্মকর্তা হুমায়ন কবির, বালিগাঁও বাজার কমিটির সাধারণ সম্পাদক আলমগীর মোল্লা, আড়িয়ল বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আলী নান্টু মাদবর প্রমুখ।