টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার সকাল ১০টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আড়িয়ল বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়িয়ল ইউনিয়ন শাখা অফিস উদ্বোধন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়িয়ল ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আফজাল হোসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক বেপারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার মজলিশে শূরা সদস্য মাওলানা এ কে এম ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গীবাড়ী উপজেলা শাখার আমীর মাওলানা এম এ বারী ও উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ ইলিয়াস বেপারী, মোঃ মহসিন, মোঃ সবুজ তালুকদার, মোঃ জসিম শেখসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।