টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ২৬শে মার্চ বুধবার নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি পেশার মানুষ দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করে। দিনের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন কর্তৃক ৩১ বার তোপধ্বনির মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর ধারাবাহিকভাবে বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, টঙ্গীবাড়ী প্রেসক্লাব, ছাত্র-জনতাসহ টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ টঙ্গীবাড়ী কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন ওড়ানো, কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ করা হয়। এরপর উপজেলা অডিটোরিয়ামে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে উপজেলা প্রশাসন কর্তৃক সংবর্ধনা দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ওয়াজেদ ওয়াসিফ, অফিসার ইনচার্জ মোঃ মুহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন রাজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতুব্বর, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আঃ জব্বার কাজী, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার গিয়াস মল্লিক, বীর মুক্তিযোদ্ধা আঃ জব্বার কবিরাজ, বীর মুক্তিযোদ্ধা শহীদ বেপারীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। এছাড়া আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর উপজেলা সাধারণ সম্পাদক ইখতিয়ার হোসেন শিকদার ডলার, দপ্তর সম্পাদক আরিফুর রহমান সরদারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বীর মুক্তিযোদ্ধা সন্তান ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ। রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সোলাইমান মাদবর, বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গীবাড়ী উপজেলা আমীর মাওলানা আবদুল বারী, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাহাবুব ইসলাম, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ সুমন চোকদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক মোঃ নাজমুল ইসলাম পিন্টু, প্রেসক্লাবের সদস্য সচিব সামসুদ্দিন তুহিন, সদস্য সাংবাদিক অনিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ জাহিদ হাসান, সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হান্নান মল্লিক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাজাহান বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, যুবদল নেতা ওয়াসিম মল্লিক, তপন বেপারী প্রমুখ। সবশেষে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।