টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের ভোরন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত দুই মাস যাবৎ প্রধান শিক্ষকবিহীন চলছে স্কুল। এতে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীদের অভিভাবকেরা। বিদ্যালয়টি ১৯১৮ সালে স্থাপিত হয়। ১০৬ বছরের এই প্রাচীন বিদ্যালয়টিতে একটা সময়ে বেশ ভালো রেজাল্ট হলেও বিগত বছরগুলোতে পূর্বের ন্যায় তেমন ভালো রেজাল্ট করতে পারছে না শিক্ষার্থীরা।
বিদ্যালয়টি স্থাপিত হওয়ার পর থেকে বিভিন্ন দশকে আলী ইমাম শিকদার, গোলাম সরওয়ার আলকু শিকদার, গোলাম কবির লাভলু শিকদার, আঃ মান্নান ঢালী, আঃ গাফফার শিকদার, দুলাল শিকদার, মোক্তার হোসাইন শিকদারসহ অসংখ্য ব্যক্তিবর্গ এখান থেকে লেখাপড়া করে বিভিন্ন স্থানে চাকরি করাসহ নেতৃত্ব দিয়েছেন, যার ছিটেফোঁটা বর্তমানে চোখে পড়ে না।
বিদ্যালয়টির সদ্য সাবেক সভাপতি তাইজুল ইসলাম শিকদার বাবু জানান, তিন বছর পূর্বে কমিটি হওয়ার পর প্রায় এক বছর প্রধান শিক্ষিকা পপি ব্যানার্জী অনুপস্থিত ছিলেন। তিনি কী কারণে অনুপস্থিত ছিলেন, সেটা তিনি বলতে পারেন না। তাছাড়া নভেম্বর মাসে কমিটি ভেঙে দেওয়ার পর থেকে প্রায় দু’মাস যাবৎ প্রধান শিক্ষিকার অনুপস্থিতির ফলে বিদ্যালয়টির শিক্ষার মান দিনকে দিন আরও নিচে নেমে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
এছাড়া প্রধান শিক্ষিকা যদি অনুপস্থিত থাকেন, তাহলে বিদ্যালয়ের বাকি শিক্ষক-শিক্ষিকাদের মধ্যেও এর নেতিবাচক প্রভাব পড়ে। ফলে ব্যাহত হচ্ছে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম।
এ বিষয়ে এক শিক্ষার্থীর অভিভাবক মোঃ মোশাররফ দেওয়ান বলেন, আমার ছেলে এবং মেয়ে উভয় এই বিদ্যালয়টিতে লেখাপড়া করছে। কিন্তু দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা অনুপস্থিত থাকায় তাদের লেখাপড়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। আমরা এর দ্রুত প্রতিকার চাই। এছাড়া তিনি আরও জানান, বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা হিসেবে পপি ব্যানার্জী আসার পর লেখাপড়ার মান অনেকটা কমে গেছে এবং তিনি প্রায় সময় অনুপস্থিত থাকেন, যেটা অভিভাবক হিসেবে আমাদের কাম্য নয়।
প্রধান শিক্ষিকা পপি ব্যানার্জীর মুঠোফোনে গত দুইদিন যাবৎ একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার রাফেজা খাতুন জানান, ভোরন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পপি ব্যানার্জী আমাদের নিকট অসুস্থতার কথা বলে ছুটি চেয়েছিলো। কিন্তু আমাদের নিকট সেটা ছুটি নেওয়ার মতো অসুস্থতা মনে হয়নি। তখন সে পুনরায় চিঠির মাধ্যমে আমাদের নিকট ফের ছুটি চেয়েছিলো। পরে আমরা এটিওর মাধ্যমে তদন্ত করেছি ও সেই রিপোর্ট জেলায় পাঠিয়েছি। বিষয়টি জেলা থেকেও তদন্ত করে দ্রুত বিষয়টি সমাধান করে ব্যবস্থা নেওয়া হবে।