নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জেলা প্রশাসকের সাথে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসূল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হাশীষ দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদির মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামরুল ইসলাম খান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরা। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ানা আফরিন, ভাইস চেয়ারম্যান নাহিদ খান, মহিলা ভাইস চেয়ারম্যান এড. নাছিমা আক্তার, প্রকৌশলী শাহ মোয়াজ্জেম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খালেদা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার, ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি, মিলেনুর রহমান মিলন, হাজী মোঃ দুলাল, আ. রহিম মিয়া, নুরুজ্জামান দেওয়ান, আক্তার হোসেন মোল্লা, রিগ্যান শিকদার, সেকান্দর বেপারী, আনিছুর রহমান, ইসমাইল খন্দকার, আরিফ হালদার, কাদির হাওলাদার, লুৎফর হালদার খুকু, রিপোর্টার্স ইউনিটি সভাপতি ফিরোজ আলম বিপ্লব, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, সাংবাদিক সামসুদ্দিন তুহিন, মাসুম হাসান, অনিক শেখ প্রমুখ। সভা শেষে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল উপজেলা পাবলিক লাইব্রেরী উদ্বোধন করেন।