নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদে মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মৎস্য বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন উপজেলা মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা। এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা জাকির মৃধা, টঙ্গীবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবাদুল ইসলাম, সাংবাদিক মোঃ শেখ রাসেল ফখরুদ্দিন, আপন সরদার, অনিক শেখ প্রমুখ। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা জানান, ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ – এমন শ্লোগানে এবারের মৎস্য সপ্তাহের কর্মসূচীর মধ্যে রয়েছে সফল মৎস্যচাষী/উদ্যোক্তাদের মাঝে পুরস্কার প্রদান, মাছের পোনা অবমুক্তকরণ, বাজার মনিটরিং, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ এবং প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়। ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত এসব কর্মসূচি চলবে।