সামসুদ্দিন তুহিন, মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে উপজেলার বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপি উপজেলার সোনারং টঙ্গীবাড়ী, ধীপুর, আড়িয়ল, পাঁচগাঁও, হাসাইল-বানারী ও দিঘীরপাড় ইউনিয়নের ৮টি স্থানে ৩৩৫ কেজি ৫৭ গ্রাম মাছের পোনা অবমুক্তকরণ করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হালদার ভূতু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তার, জেলা মৎস্য কর্মকর্তা সুনীল মন্ডল, উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম, মৎস্য কর্মকর্তা জাকির মৃধা, প্রকল্প-বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, টঙ্গীবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, ধীপুর ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা, আড়িয়ল ইউপি চেয়ারম্যান দীন ইসলাম, পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান মিলেনুর রহমান মিলন, হাসাইল-বানারী ইউপি চেয়ারম্যান আনোয়ার হালদার, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আরিফ হালদার প্রমুখ।