মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার যশলং ইউনিয়নের চাপ আনন্দবাজার এলাকায় সরকারি খাল দখল করে মার্কেট নির্মানের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিগত তিনবছর যাবৎ মাদ্রাসার নামে সরকারি খাল দখল করেন সরাফত উল্লাহ নামক এক ব্যক্তি। বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে তিনি এই কাজ করেন বলে জানা যায়। তথ্য সংগ্রহকালে বিগত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে তার ঘনিষ্ট ছবি প্রকাশ করে বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত হন বলে জানান এলাকাবাসী।
এ ব্যাপারে বাঘিয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আপনাদের মাধ্যমে তথ্য পেলাম। আগামীকাল উক্ত মার্কেটের কাগজপত্র নিয়ে ভূমি অফিসে হাজির হতে বলেছি। কাগজপত্রে যদি অনিয়ম থাকে অবশ্যই উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে খাল উদ্ধার করা হবে।