টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সাব-রেজিস্ট্রার স্বপন কুমার দে ও দলিল লেখক আরিফ উল্লাহর দূর্নীতির বিচারের দাবীতে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১ টায় টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন ভুক্তভোগী নুরে আলম মাতবর। সে যশলং ইউনিয়নের মৃত ইনছান উদ্দিন মাতবরের ছেলে। নুরে আলম মাতবর জানান, প্রতারণা জালিয়াতির মাধ্যমে মোটা অংকের অর্থের বিনিময়ে দলিল লেখক আরিফ উল্লাহ হালনাগাদ খাজনা রশিদ ছাড়া কমিশনের মাধ্যমে সাব-রেজিস্ট্রার স্বপন কুমার দে দলিল রেজিস্ট্রেশন করেছে। যা আইনত দন্ডনীয় অপরাধ। তাদের এ অপকর্মের কারণে আমি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছি। আমার নিজ নামে হালনাগাদ খাজনা নামজারি মিউটেশনের ২ শতাংশ ৪৫ পয়েন্ট জমি অন্যের নামে রেজিস্ট্রেশন করে দিয়েছে। যাহার দলিল নং ৪১৪৮/২০২১। এ বিষয়ে দুদকে একটি অভিযোগ করেছি। তারা বিষয়টি তদন্ত করছেন। তিনি আরও জানান- দলিল লেখক আরিফ উল্লাহর লাইসেন্স বাতিল ও সাব-রেজিস্ট্রার স্বপন কুমার দে এর অপসারণ ও বিচারের দাবীতে এ মানববন্ধন কর্মসূচি করছি। এ বিষয়ে জানতে চাইলে দলিল লেখক আরিফ উল্লাহ জানান, আমি আর.এস রেকর্ড মোতাবেক দলিল লিখে সাব-রেজিস্ট্রারের নিকট দাখিল করে দিয়েছি। সাব রেজিস্ট্রার দলিল করে দিয়েছেন। সাব-রেজিস্ট্রার স্বপন কুমার দে জানান- আমার নামে অভিযোগটি দুদক তদন্ত করছেন। তারাই সঠিক তথ্য তুলে ধরতে পারবেন।