নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাসেদুজ্জামান। এসময় সেখানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান হাজী মোঃ নাহিদ খান, সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা আফরিন, টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ রাজিব খান, মহিলা ভাইস চেয়ারম্যান এড. নাছিমা আক্তার, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার, শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খালেদা পারভীন, সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন, আনসার ভিডিপি কর্মকর্তা কারিমা বেগম, আব্দুলাহপুর ইউপি চেয়ারম্যান আ. রহিম মিয়া, ধীপুর ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা, আউটশাহী ইউপি চেয়ারম্যান সেকান্দর বেপারী, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আরিফ হালদার, কামারখাড়া ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান খুকু, যশলং ইউপি চেয়ারম্যান ইসমাইল খন্দকার বাবু, কাঠাদিয়া-শিমুলিয়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ, বালিগাঁও ইউপি চেয়ারম্যান হাজী মোঃ দুলাল প্রমুখ। সভায় মাদক, বাল্যবিয়ে, অবৈধ মাটি কাটার ড্রেজার জব্দসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।