নিজস্ব প্রতিবেদক
টঙ্গীবাড়ীতে উপজেলা নির্বাহী অফসার মুহাম্মদ রাশেদুজ্জামান এর দিকনির্দেশনায় অভিযান চালিয়ে পরিত্যক্ত কারেন্ট জাল সুতাসহ দুইটি জালের মেশিন জব্দ করা হয়েছে। গত সোমবার উপজেলার আউটশাহী ইউনিয়নে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা আফরিন। এসময় তিনি বাবু বাড়ী এলাকা থেকে মান্নানের অবৈধ জাল কারখানা থেকে পরিত্যক্ত ৫ হাজার মিটার জাল, জাল তৈরির সুতা ও কারেন্ট জাল তৈরির দুইটি মেশিনসহ দুইজনকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত দুইজনকে দুই হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। জব্দকৃত মালামালগুলো স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ¦ সেকান্দর বেপারীর জিম্মায় রাখা হয়েছে।
মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, অবৈধ জালের কারখানার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলার ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযানে সহযোগিতা করেন টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ রাজিব খান, এসআই আল-মামুন, ভূমি অফিস সহকারী রুহুল আমিন, উপজেলা মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী আবুল হোসেন, আলাউদ্দীন, মিজানুর রহমান প্রমুখ।