ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে মাাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। গত মঙ্গলবার বিকালে বিভিন্ন ইভেন্টে বিজয়ী দল ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অফিসের আয়োজনে প্রতিযোগিতায় উপজেলার প্রায় ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কাবাডি, দাবা, সাঁতারসহ প্রায় ৩০টি ইভেন্টে অংশ নেয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি, ঝিনাইদহ জেলা সভাপতি ও এম. কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শারীরিক শিক্ষাবিদ সমিতি, ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, ঝিনাইদহ পৌর মডেল স্কুল এন্ড কলেজের শারীরিক শিক্ষক তোজাম্মেল হক, ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষক বিপ্লব জোয়ারদার, শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের শারীরিক শিক্ষক ওশনারা খাতুন, নারিকেল বাড়িয়া জেড. এ. মাধ্যমিক বিদ্যালয়ের শারীরিক শিক্ষক মোঃ মারুফ হোসেন প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সুশিক্ষার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করা সকল শিক্ষার্থীর অধিকার। শিক্ষকের মর্যাদা সবার উপরে। পিতামাতাকে যেমন সম্মান করা উচিত, ঠিক তেমনি শিক্ষককেও সমান মর্যাদা দেয়া ও সম্মান করা উচিত।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান।