ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে র্যাব-৬ এর মাদক বিরোধী অভিযানে ২৩০বোতল ফেন্সিডিল, ০৪ কেজি গাঁজা, ০১টি মোটরসাইকেল, ০২টি মোবাইল এবং ০৪টি সিমকার্ডসহ দুই মাদকব্যবসায়ী আটক হয়েছে। গত সোমবার সকাল ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে রাত ২০:৪০ ঘটিকার সময় র্যাব-৬, (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন সাগুয়া বাজারস্থ এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থ’ান করছে। উক্ত সংবাদ পেয়ে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে আভিযানিক দলটি ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন সাগুয়া বাজারস্থ মো: আলমগীর হোসেনের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা কালে র্যাবের উপস্থি’তি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে আসামি -১ মো: আনিসুর রহমান (৪৭), পিতা-মৃত আব্দুল রশিদ, সাং-নগরবর্নি, থানা- চৌগাছা, জেলা- যশোর এবং আসামি- ২ মো: আশরাফুল (৩০), পিতা- মৃত মশিয়ার, সাং-সামন্তা, থানা-মহেশপুর, জেলা ঝিনাইদহদ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় হস্তান্তর করে আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলা রুজু করা হয়েছে।