কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ভোট দিতে এসে প্রাণ হারালেন নুর ইসলাম সজল (৫৫) নামের এক মোটর শ্রমিক সদস্য। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর থানা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য।
বুধবার ইউনিয়নটির ত্রি-বার্ষিক নির্বাচনে কালীগঞ্জে ভোট দিতে এসে তার মৃত্যু হয়। মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের চাঁন মিয়ার পুত্র নিহত নুর ইসলাম খালিশপুর বাস কাউন্টারের স্টাটার হিসাবে কর্মরত ছিলেন।
সাধারণ শ্রমিকরা জানায়, বুধবার ছিল শ্রমিক সংগঠনটির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন। এদিন ভোট দিতে কালীগঞ্জে বাস টার্মিনালে ভোট কেন্দ্রে আসেন শ্রমিক নুর ইসলাম। ভোট চলাকালীন সময়ে বিকাল ৩টার দিকে ভোটকেন্দেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এসময় সাধারণ শ্রমিকরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা দেবার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডাঃ শিশির কুমার জানান, বিকাল সাড়ে ৩টার দিকে গুরুতর অসুস্থ এক শ্রমিককে হাসপাতালে আনা হয়। তাকে অক্সিজেন দেবার আগেই তার মৃত্যু হয়।
তিনি জানান, সম্ভবত গরমে হার্ট এটাকে তার মৃত্যু হতে পারে।