এম. টুকু মাহমুদ, হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
চাকরিক্ষেত্রে বৈষম্য দূরীকরণসহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটরেরা। আজ সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন তারা। পরে জেলা মাধমিক শিক্ষা অফিসে গিয়ে সেখানেও তারা স্মারকলিপি প্রদান করেন। সংগঠনের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটরেরা ১৬ থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীরা বরাবরই বৈষম্যের শিকার। বিষয়গুলো সরকারের বিবেচনায় আনা উচিত বলে মন্তব্য করেন তিনি। এসময় বাংলাদেশ বেসরকারি কর্মচারী কল্যাণ ফাউন্ডেশনের নেতারাসহ ১৬ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা উপস্থিত ছিলেন। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদের নাম পরিবর্তন করে “প্রশাসনিক কর্মকর্তা” এবং ১১ তম গ্রেডে বেতন নির্ধারণ করাসহ ন্যূনতম যোগ্যতা অনুযায়ী শতভাগ পদোন্নতি নিশ্চিত করতে হবে। অন্যথায় সকলকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।