মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি দল চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার মসজিদ পাড়ার কানাপুকুর এলাকায় অভিযান চালিয়ে ১১টি জারিকেনে বহনকৃত ১১০ লিটার দেশীয় তৈরী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- চুয়াডাঙ্গা শহরের বড় বাজারের হাতিকাটা গ্রামের মৃত মহাদেব ডোমের ছেলে শ্রী লিটন ডোম (৩৫) এবং একই গ্রামের আলামিন মন্ডলের ছেলে শরিফুল ইসলাম (১৮)।
র্যাব সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বেলা সাড়ে ১০টায় র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চুয়াডাঙ্গা শহরের কানাপুকুর মোড় এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীদের নিকট থেকে ১১টি জারিকেনে বহনকৃত ১১০ লিটার দেশীয় তৈরী মদ, ২টি মোবাইল ও ৪টি সিমকার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।