ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে র্যাবের অভিযানে চাঞ্চল্যকর সুবীর কুমার দাস হত্যা মামলার দুই আসামী সুরেশ দাস এবং শিপনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাকৃতদের বাড়ি ঝিনাইদহ শহরের চাকলাপাড়া গ্রামে।
র্যাব সূত্রে জানা গেছে, ঝিনাইদহ শহরের চাকলাপাড়া এলাকায় জমিজমা বন্টনের বিষয়কে কেন্দ্র করে গত মঙ্গলবার রাত সাড়ে ১২টায় আসামী সুরেশ দাস ও তার সহযোগী অন্যান্য আসামীদের সাথে ভিকটিম সুবীর দাসের পিতা সত্যপদ দাসের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে আসামী সুনীল দাস তার হাতে থাকা সেভেন গিয়ার চাকু দিয়ে ভিকটিম সুবীর দাসের পিঠে আঘাত করে রক্তাক্ত জখম করে। এসময় সুবীর দাস মাটিতে লুটিয়ে পড়লে আসামীরা তাকে এলোপাতাড়ি আঘাত করে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। এসময় আসামীরা ভিকটিমের পিতা, মাতা ও চাচাকেও চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত গুরুতর জখম করে। স্থানীয়রা আহতদের চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুবীর দাসকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সুবীর দাসের ভাই বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার বিষয়ে র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি দল গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার ঝিনাইদহ ক্যাম্পের একটি দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, উক্ত হত্যা মামলার আসামীরা ঝিনাইদহ জেলার সদর উপজেলার হাট গোপালপুর এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি রাত সাড়ে ৮টার সময় সেখানে অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক আসামী সুরেশ দাস এবং শিপন গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদেরকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।