ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে গেল কয়েকদিনের টানা গুড়ি গুড়ি বৃষ্টি শেষে প্রকৃতিতে বইছে হিমেল হাওয়া। শীতের তীব্রতা কিছুটা কম থাকলেও গেল রাত থেকে বেড়েছে তীব্র কুয়াশা। ঘন কুয়াশায় সকালের দিকে সড়ক-মহাসড়কের চলাচলকারী যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। ধানের পাতায় জমেছে শিশির বিন্দু। গতকাল বুধবার সকালে দেখা যায়, ঘন কুয়াশায় ছেয়ে গেছে চারিপাশ। যার ফলে ঝিনাইদহের সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। এসব যানবাহনের গতিবেগ ছিল খুবই কম। ভ্যান, রিকশা ও অটোরিকশার চালকরা ঘন কুয়াশায় জবুথবু হয়ে পড়ে। শহরের বাইপাস এলাকার বৃদ্ধ মাহফুজ মিয়া জানান, কয়েকদিনের বৃষ্টির পর শীত একটু বেশী সেই সাথে কুয়াশাও অনেক। আর কয়েকদিনের মধ্যে শীত আরো বেশী পড়বে বলে মনে হচ্ছে। ইজিবাইক চালক মোঃ শাহারিয়ার জানান, বৃষ্টির পর হঠাৎ করেই বুধবার ভোর থেকে তীব্র কুয়াশায় চারপাশে অন্ধকার নেমে এসেছে। রাস্তায় গাড়ি চালাতে খুবই কষ্ট হচ্ছে। ঢাকা থেকে আসা এক বাসচালক আরিফুল জানান, এতো কুয়াশা, রাস্তায় গাড়ি চালানো বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। গোপালপুর থেকে ঝিনাইদহ শহরে গাড়ি নিয়ে আসতে ১৫ মিনিটের স্থলে সময় লেগেছে আধা ঘণ্টা। ঝিনাইদহ আরাপপুর থেকে কথা হয় বাসচালক মিজানুর রহমানের সাথে। তিনি বলেন, রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কিন্তু কুয়াশার অবস্থা গাড়ি চালাবো কিভাবে এটাই ভাবছি। ভ্যানচালক আব্বাস হোসেন বলেন, ভোরে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়েছি। কুয়াশায় রাস্তায় কিছুই দেখতে পাচ্ছি না। বসে আছি অনেকক্ষণ কিন্তু কোন যাত্রীও পাচ্ছি না। শীতের মোটা কাপড় পরে কাঁধে কাজের সরঞ্জাম নিয়ে হেঁটে চলছেন ৫৫ বছরের আব্দুর রহিম। জানতে চাইলে তিনি বলেন, কাজের খোঁজে বের হয়েছি বাবা। কাজ না করলে সংসার চলবে কি করে। শীত কুয়াশাকে ভয় করলে কাজ পাওয়া যাবে না। এজন্য ভোরে বের হয়েছি।