এইচ. এম ইমরান, ঝিনাইদহ প্রতিনিধি
ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকার রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এ সার ও বীজ বিতরণ করা হয়। এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃপাংশু শেখর বিশ্বাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিমসহ কৃষক-কৃষাণীরা অংশ নেয়। পরে সদর উপজেলার ৩’শ ২৫ জন কৃষককে উন্নত মানের ৫ কেজি ডালবীজ ও বিভিন্ন প্রকার ১৫ কেজি রাসায়নিক সার প্রদান করা হয়।