রহিম রেজা, ঝালকাঠি প্রতিনিধি
অমাবস্যার প্রভাবে বেড়েছে ঝালকাঠির নদনদীর পানি। ২ দিন যাবত বিপদসীমার উপর দিয়ে বইছে এ জেলার সুগন্ধা, বিশখালী এবং হলতা নদীর পানি। বিশেষজ্ঞরা বলছেন, অমাবস্যা কেটে গেলে স্বাভাবিক হয়ে যাবে নদনদীর পানি। কিন্তু ইতিমধ্যে তলিয়ে গেছে নিম্নাঞ্চল, ডুবে গেছে বীজতলাসহ ফসলী জমি, পানিবন্দি হয়ে পড়েছে নদীর তীরবর্তী এলাকার হাজারো মানুষ। অমাবস্যার প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধির সাথে সাথে থেমে থেমে বৃষ্টি হওয়ায় পানির চাপ অনেকটাই বেশি। স্বাভাবিক জোয়ারের চেয়ে এ জেলার ৩টি প্রধান নদীর পানি ৪ থেকে ৫ ফুট উচ্চতায় রয়েছে। নদীতে অতিরিক্ত মাত্রায় স্রোত থাকায় এপার ওপার যাত্রীবাহী খেয়া পারাপারেও ব্যাঘাত ঘটছে। এদিকে ঝালকাঠি জেলা ও ৪টি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিম্নাঞ্চলে পানিবন্দি হয়ে আটকে থাকা মানুষের খোঁজখবর নেয়া হয়েছে। পানির চাপ অতিরিক্ত মাত্রায় বাড়তে থাকলে নিম্নাঞ্চলের মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার প্রস্তুতিও নিয়ে রেখেছে জেলা ও উপজেলা প্রশাসন।