জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট সদর উপজেলার বম্বু-ধারকী পাথার এলাকার একটি গভীর নলকূপ ঘরের তালা ভেঙ্গে বৈদ্যুতিক সেচ পা¤প চালু করে সদ্য রোপা আলু ক্ষেত ও সরিষা ক্ষেত ডুবিয়ে দিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে দুর্বৃত্তরা। রাতের কোন এক সময় এ ঘটনা ঘটিয়েছে অজ্ঞাত অপরাধীরা। এতে স¤পূর্ণরূপে নষ্ট হয়েছে বেশ কয়েকজন দরিদ্র কৃষকের ১০ থেকে ১২ বিঘা জমির আলু ও সরিষা ক্ষেত। ধার দেনা করে আলু রোপণ ও সরিষা বুনলেও তা নষ্ট হওয়ায় পথে বসার উপক্রম হয়েছে ক্ষতিগ্রস্ত দরিদ্র কৃষকেরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জয়পুরহাট সদর উপজেলার ধারকী গ্রামের পার্শ্ববর্তী ধারকী-বম্বু পাথার পাড়া গ্রামের ফসলী মাঠের বিস্তীর্ণ এলাকা জুড়ে সদ্য রোপণ করা আলু ও সরিষা ক্ষেত। একই মাঠের গভীর নলকূপের অতিরিক্ত পানিতে ডুবে সয়লাব হয়েছে অনেক আলু ও সরিষা রোপণ করা জমি। এতে ব্যাপক লোকসানে পড়বেন বলে জানান ভুক্তভোগীরা।
ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে একই গ্রামের এনামুল, তাইজুল ইসলাম, নেজাম উদ্দিনসহ ক্ষতিগ্রস্ত কৃষকেরা অভিযোগ করেন, গভীর নলকূপের পানিতে ডুবে তাদের আলু ও সরিষা ক্ষেত স¤পূর্ণ পচে নষ্ট হয়েছে। গভীর নলকূপের পানিতে ডুবে ১০ থেকে ১২ বিঘা জমির তাৎক্ষণিক লোকসান হবে প্রায় ৩ লাখ টাকা এবং উৎপাদনের হিসাবে প্রায় ১০/১১ লাখ টাকার লোকসান হবে বলে জানান ভুক্তভোগীরা।
গভীর নলকূপটির মালিকের ছোট ভাই জুয়েল রানা জানান, তারা এ ব্যাপারে আইনের আশ্রয় নেবেন।
জয়পুরহাট সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা উম্মে হাবিবা সুলতানা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করেছি। কৃষকদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করে প্রতিবেদন তৈরী করে তা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে দাখিল করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন তিনি।