শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর সদর উপজেলার ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউশন এন্ড কলেজে শিক্ষার্থীদের ইচ্ছার বিরুদ্ধে ভর্তির আবেদন করায় বিক্ষুদ্ধ হয়ে উঠেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। এই নিয়ে কলেজ মাঠে শিক্ষার্থী ও অভিভাবকরা একত্রিত হয়ে প্রতিবাদ ও বিক্ষোভ করেছে। শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি টের পেয়ে কলেজের অধ্যক্ষ কবিরাজ আব্দুল খালেক ও অফিস সহকারী আব্দুর রহিম দ্রুত প্রতিষ্ঠান ত্যাগ করেন।
জানা গেছে, ২০১২ সন থেকে এই বিদ্যালয়ে কলেজ শাখা চালু হয়। ২০২২ সনে এই প্রতিষ্ঠানের স্কুল শাখা থেকে ১১৩ জন শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে ১০৪ জন কৃতকার্য হয়েছে। গত ৮ ডিসেম্বর থেকে অনলাইনে কলেজে ভর্তির আবেদন শুরু হয়। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে আবেদন শেষ করতে হবে। শুরুতেই শিক্ষার্থী বা অভিভাবকদের অনুমতি ছাড়া কলেজের পক্ষ থেকে জগৎচন্দ্র ইনস্টিটিউশন এন্ড কলেজকে প্রথম পছন্দ দিয়ে সকল শিক্ষার্থীর ভর্তির আবেদন করে রাখা হয়েছে। পছন্দের তালিকায় অন্য যেসকল কলেজের নাম রাখা হয়েছে তার কোন অস্তিত্ব খুঁজে পাচ্ছে না শিক্ষার্থীরা। এখন ইচ্ছা থাকলেও শিক্ষার্থীরা অন্য কোন কলেজে ভর্তির আবেদনও করতে পারবে না। এক কথায় এই কলেজে ভর্তি হতে শিক্ষার্থীদের বাধ্য করা হচ্ছে।
শিক্ষার্থী তিশা পাল, মেহেরুন নেছা মিম, বন্যা অধিকারী, ইসরাত জাহান, জান্নাত, স্বপ্ন দাস, কাকলী, তুহিন, নদীয়া, ডালিয়া, অনামিকা, সজিব ও আয়শাসহ অনেকে জানায়, এই কলেজে কোন শিক্ষক নাই। তবুও স্যারেরা তাদের অনুমতি ছাড়া কলেজের পক্ষ থেকে ভর্তির আবেদন করে রেখেছে। তারা এই কলেজে ভর্তি হতে চায় না। ১৫ ডিসেম্বরের মধ্যে যেন তাদের অন্য কলেজে ভর্তির আবেদন করার সুযোগ করে দেয়। তা না হলে তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হবে।
অভিভাবকরা জানায়, সন্তানের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়েছি তখন তাদের মতামতের সুযোগ ছিল না। এখন সন্তানেরা মাধ্যমিক পাশ করেছে। তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবার সুযোগ এসেছে। তারা যেখানে ভর্তি হতে চায় সেখানেই ভর্তি করব। এখন শুনছি কলেজের পক্ষ থেকে এই কলেজে ভর্তির আবেদন করে রেখেছে। আমাদের ও সন্তানের ইচ্ছা থাকা স্বত্ত্বেও অন্য কোন কলেজে সন্তানকে ভর্তি করতে পারছি না। আমরা স্যারদের অনুরোধ করছি তারা যেন শিক্ষার্থীদের ইচ্ছার বিরুদ্ধে না যায়।
প্রতিষ্ঠানের গণিত শিক্ষক নাসির উদ্দিনসহ অন্যান্য শিক্ষকগণ জানায়, অধ্যক্ষ বা কলেজ পর্যায়ের কোন শিক্ষক এই আবেদন করে রাখতে পারে। তবে শিক্ষার্থীরা যদি অন্য কলেজে ভর্তি হতে চায় তার সুযোগ রয়েছে। দ্বিতীয় পর্যায়ে তারা ভর্তি হতে পারবে।