বিনোদন ডেস্ক
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিছু ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় তৈরি হওয়া বিতর্ক এখনো থামছে না। কিভাবে এই ছবি-ভিডিও ফাঁস হলো সেটা এই নায়ক নিজেও জানেন না বলে দাবি করেছেন।
এই অভিনেতা বলেছেন, পোস্টগুলো তার অ্যাকাউন্ট থেকে করা হলেও এসব ভিডিও ফুটেজ কিছুই তার কাছে নেই। তাহলে কিভাবে এই স্থিরচিত্র ও ভিডিও প্রকাশ হলো সে বিষয়েও এখন পর্যন্ত কিছুই জানেন না তিনি। তবে বিষয়টি এখানেই শেষ হয়নি। কারণ রাজের সেই ভিডিওতে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষিকে দেখা গেছে। ব্যক্তিগত মুহুর্তের ভিডিও ফাঁস হওয়ায় তারাও বিপাকে পড়েছেন। ফলে এই অভিনেত্রীরা মামলার পথেও হাঁটবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে শুক্রবার একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন রাজ। যেখানে তিনি জানিয়েছেন, ‘তারা হেনস্তার স্বীকার, ভুক্তভোগী। মামলা করতেই পারে। মামলা করলে ভালো হবে। মামলা হওয়ার পর তদন্ত হবে। তদন্তে আসল ঘটনা বের হয়ে আসবে। মামলা করলেই আসল কালপ্রিট কে, তা জাতি জানতে পারবে।’
মামলায় জেলে যেতে হলে তাতেও আপত্তি নেই জানিয়ে এই নায়ক বলেন,‘এ মামলায় আমাকে জেলে যাওয়া লাগলে আমি যাব। তবে আমি বলতে চাই, আমি কোনো অন্যায় করিনি। যেহেতু আমার আইডি থেকে এটি প্রকাশিত হয়েছে, আমার নামেই মামলা হবে, এটাই স্বাভাবিক। এ মামলাকে স্বাগত জানাই। কারণ, মামলা হলে তদন্ত হবে। আমার ফোন সিজ করবে। কে আপ করেছে, কারা কারা জড়িত ছিল, কোন লোকেশন থেকে এটি প্রকাশ করা হয়েছে, সব বের হওয়া সম্ভব।’