নিজস্ব প্রতিবেদক
রাজধানীর জুরাইনে বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে ১৮টি জুতার দোকান পুড়ে গেছে। আগুনে জুতার দোকানগুলোর অধিকাংশ মালামাল পুড়ে গেছে। পুড়ে গেছে অধিকাংশ আসবাবও। গতকাল রবিবার দিবাগত রাত ১২টার দিকে জুরাইন রেললাইনের ধারে গড়ে ওঠা টিনশেডের জুতার দোকানগুলোতে আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা দেওয়ান আজাদ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দেড় ঘণ্টার মতো চেষ্টা চালানোর পর রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১৮টি দোকান পুড়ে গেছে বলে নিশ্চিত হওয়া গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।