সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল দল, এখানে উচ্ছৃঙ্খলের কোন স্থান নেই। আমাদের কারো কোন অপরাধে রাষ্ট্রের বিচারের আগেই আমাদের দলই বিচার ব্যবস্থা করে থাকে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জের সিরাজদিখান শাখার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন প্রধান অতিথি মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারী মাওলানা একেএম ফখরুদ্দিন রাজী।
গতকাল রোববার সন্ধ্যায় উপজেলা পরিষদের পুরাতন অডিটোরিয়ামে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মওলানা কবির হোসাইনের সভাপতিত্বে ও সিরাজদিখান উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ ওয়াসিম মিয়ার সঞ্চালনায় এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খিজির আব্দুল ছালাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মপরিষদের সদস্য মোঃ মহিউদ্দিন মুরাদী, রশুনিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আব্দুল আলী, সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন হারিছ, সাংবাদিক সুব্রত দাস রনকসহ উপজেলায় কর্মরত সংবাদকর্মীগণ।