জামালপুর প্রতিনিধি : স্কোয়াশ চাষ সম্পর্কে জামালপুরের কৃষকরা তেমন অবগত ছিলো না। জেলা কৃষি বিভাগের সহযোগিতার কারণে স্কোয়াশ চাষ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ৭টি উপজেলায় স্কোয়াশ চাষ বৃদ্ধি পাওয়ায় অধিকাংশ কৃষকের ভাগ্যের পরিবর্তন হয়েছে।
জানা যায়, সদর উপজেলার রায়েরচর, চর যথার্থপুর, শ্রীপুর ও সাহাবাজপুর এলাকায় ব্যাপক স্কোয়াশ চাষ হয়েছে। ফলনও হয়েছে বাম্পার। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, স্কোয়াশ চাষের জন্য কৃষিবিভাগ মাঠপর্যায়ে কৃষকদের উন্নতজাতের বীজ সরবরাহ করেছে। মাটির গুণাগুণ পরীক্ষা-নিরীক্ষা করে জৈব সার প্রয়োগ বিধি সম্পর্কে কৃষকদেরকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। ফলে স্কোয়াশ চাষ বৃদ্ধি পেয়েছে।
কৃষি বিভাগ সূত্রে আরো জানা গেছে, স্কোয়াশ মূলত উত্তর আমেরিকার সবজি। আমাদের দেশের মাটিতে স্কোয়াশ চাষ সম্ভব কি না ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা করার পর কৃষি বিভাগের অক্লান্ত প্রচেষ্টার কারণে স্কোয়াশ চাষে ব্যাপক ফলন হয়েছে।
স্কোয়াশ চাষ এখন সদর উপজেলায় সীমাবদ্ধ নয়। কৃষিবিভাগ মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার কৃষক পর্যায়ে ছড়িয়ে দিয়েছে।
উপজেলা কৃষিবিভাগ সূত্রে জানা গেছে, স্কোয়াশ চাষের ডাংধরা, বাট্টাজোড়, চিনাডুলিসহ আরো কয়েকটি এলাকা বেছে নিয়েছে। এসব এলাকার মাটি স্কোয়াশ চাষের বেশ উপযোগী। কৃষকদের সার্বিক সহযোগিতা করায় কৃষকদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে। এতে এবার মৌসুমে বাম্পার ফলন পেয়েছে। মেলান্দহ এলাকার কৃষক ফজলু জানান, এ বছর স্কোয়াশের বাম্পার ফলন হয়েছে। বাজারে এর চাহিদা ব্যাপক। বাজারে নেয়া মাত্র ক্রেতাদের ভিড় লেগে যায়। দাম বেশি পাওয়ায় স্কোয়াশ এখন জনপ্রিয় সবজিতে পরিণত হয়েছে।