কাজী রফিকুল হাসান, জামালপুর প্রতিনিধি : জামালপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্রহ্মপুত্র নদের পানি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে দেওয়ানগঞ্জ, ইসলামপুর, বকশীগঞ্জ ও জামালপুর সদর উপজেলার মাঝখান দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় সকল এলাকায় বাঁধ ভেঙ্গে গ্রামের অধিকাংশ এলাকায় পানি ঢুকে পড়েছে। ফলে কৃষকদের অনেক সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। দেওয়ানগঞ্জ, ইসলামপুর, জামালপুর সদর উপজেলার টেবিরচর, কাজিয়ারচর, চর যথাপুর, লক্ষীরচর, রায়েরচর, নান্দিনা, নরুন্দিসহ এই সমস্ত চর এলাকা শত শত একর জমি ব্রহ্মপুত্র নদগর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে।
জানা যায়, জামালপুর সদর উপজেলা, কাঁচবালির জন্য বাংলাদেশ বিখ্যাত। সেই সুবাদে জামালপুর সদর উপজেলার ছনকান্দা থেকে শুরু করে নরুন্দি পর্যন্ত বালি উত্তোলন করে নদীর মাঝখানে বালির পাহাড় বানিয়ে রেখেছে। ফলে ব্রহ্মপুত্র নদের পানি প্রবাহে বাধাগ্রস্ত হওয়ায় এসকল এলাকায় ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে চর যথার্থপুর থেকে নান্দিনা পর্যন্ত কয়েকটি গ্রাম হুমকির মুখে পড়েছে। এসকল এলাকার লোকজন প্রতিদিন বাড়ি সরিয়ে নিতে বাধ্য হচ্ছে। এসব এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান, সাধারণ মানুষের ঘর-বাড়ি, গরু-ছাগলের খামার, ফসলি জমি ও গাছের বাগান রয়েছে। এগুলো এখন হুমকির মুখে। সদর উপজেলার লক্ষাধিক মানুষ ক্ষতির সম্মুখীন।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম বলেন, বর্ষা মৌসুমে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন দেখা দেয়ায় আমরা ভাঙ্গন রোধে ব্যবস্থা নিচ্ছি। এমনকি ভাঙ্গন রোধে বালিভর্তি জিও ব্যাগ ডাম্পিং করা হবে। আশা করছি, ভাঙ্গন থেমে যাবে।
রায়ের চর ও লক্ষীরচর এলাকার বাসিন্দা ফারুক আহম্মেদ (৫০) জানান, এবারের ভাঙ্গন যেভাবে শুরু হয়েছে তাতে গ্রামের পর গ্রাম বিলীন হওয়ার পথে।
ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনকালে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কথা শোনা যায়। এলাকাবাসী জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেয়ার জোর দাবি তুলেছেন।